Site icon Jamuna Television

জিম্বাবুয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল

এক টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভোর রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে দল।

জিম্বাবুয়ে পৌছে ৭ জুলাই থেকে টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর ১৬, ১৮ আর ২০ জুলাই হবে ৩টি ওয়ানডে। ওয়ানডে সিরিজের পয়েন্ট আইসিসি বিশ্বকাপের সুপার লিগে আরো এগিয়ে যাবার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত হবে দুই দেশের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারেতে।

ছুটি কাটাতে এখন যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেখান থেকেই তিনি যোগ দিবেন দলের সাথে।

Exit mobile version