Site icon Jamuna Television

হিরানির পরিচালনায় জুটি বাঁধছেন শাহরুখ-তাপসী

শাহরুখ খানের সঙ্গে তাপসী পান্নুর ছবি আসছে। বলিউড কিংয়ের সাথে অভিনয় করার সুযোগে তাপসী যেন একটু বেশিই উত্তেজিত। এমনই খবর বলছে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার।

অভিবাসনের প্রেক্ষাপট নিয়ে কমেডিতে টইটম্বুর আসন্ন এই ছবিটি পরিচালনা করবেন মুন্নাভাই, থ্রি ইডিয়টস, পিকে ইত্যাদি সুপার ডুপারহিট ছবির পরিচালক রাজকুমার হিরানি। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হবে, শেষ হবে ২০২২ সালের জানুয়ারি নাগাদ।

এছাড়া শাহরুখের আগামী ছবি ‘পাঠান’ নিয়েও শুরু হয়েছে আলোচনা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনকে দেখা যাবে একসাথে। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ইত্যাদি ছবির পর শাহরুখ-দীপিকার জুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিং খানের ভক্তরা। ‘পাঠান’ ছবিতে অভিনয় করবেন জন আব্রাহামও।

Exit mobile version