Site icon Jamuna Television

কালীগঞ্জে কিস্তি আদায় করার সময় আশা সমিতিকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করার সময় আশা সমিতির কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে আশা সমিতিকে ৫ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। এ সময় কালীগঞ্জ থানার এসআই সাগর সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় ঋণের কিস্তি আদায় করতে যায় আশা সমিতির কর্মীরা। এ সময় খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কিস্তি আদায় করায় আশা সমিতি কালীগঞ্জ শাখাকে ৫ হাজার টাকা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সমিতি গ্রাহকের কাছ থেকে কিস্তি আদায় করতে পারবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ জুন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করোনা প্রাদুর্ভাবের কারণে এনজির ক্রেডিট প্রোগ্রাম স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

ইউএইচ/

Exit mobile version