Site icon Jamuna Television

ছুটির বিকালে নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী

নাতি নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার বিকালে গণভবনে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।

একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট নাতনির চুলের বেণী করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে দেখা যায়, গণভবনের লনে হাত ধরে টানছেন ওই নাতনি ও তার ছোট ভাই। এ সময় দুষ্টুমির হাসিমাখা নাতি নাতনিকে প্রধানমন্ত্রী সামলানোর চেষ্টা করছেন।

এর আগে ২০১৩ সালের ২৭ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে মোরগ-পোলাও রান্নায় ব্যস্ত প্রধানমন্ত্রীর রান্নাঘরের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

রাতে ছবি দুটি ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি ক্যাপশনে লিখেছেন, “আজ বিকালে গণভবনে নাতি-নাতনিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূস এর সাথে শেখ হাসিনা। “সাধারণে অসাধারণ আমাদের আপা……..আমাদের ঠিকানা।”  ছবি তুলেছেন সুমন দাস।

Exit mobile version