Site icon Jamuna Television

সাময়িক বরখাস্ত তিন শ্রীলঙ্কান ক্রিকেটার

বায়ো বাবল ভাঙায় তিন শ্রীলঙ্কান ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবং তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। পারফরম্যান্সের দিক দিয়ে বিপর্যস্ত লঙ্কান দলে আবার বায়ো বাবল ভেঙেছেন শ্রীলঙ্কান সহ-অধিনায়ক কুশল মেন্ডিস, উইকেট রক্ষক নিশান ডিকওয়েলা এবং উদ্বোধনী ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। নিয়ম ভেঙ্গে তারা বাইরে ঘোরাঘুরি করেছেন।

তিন ক্রিকেটার ঘোরাঘুরির এই ভিডিও পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহুর্তেই ভাইরাল হয় তাদের পোস্টটি। টুইটারে সেই ভিডিও দেখে ক্ষুব্ধ হয় লঙ্কান ক্রিকেট বোর্ড। সিরিজ চলাকালীন তাদের তিনজনকেই দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়। এর সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের তিনজনকে।

Exit mobile version