Site icon Jamuna Television

আসছে কার্তিক আরিয়ানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধামাকা’

২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ইতোমধ্যে তার অভিনীত ‘ধামাকা’ মুক্তির অপেক্ষায় আছে। যেখানে তিনি অভিনয় করবেন একজন রিপোর্টারের চরিত্রে।

বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে ‘ধামাকা’র নাম। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। লাভার বয় আরিয়ানকে এবার দেখা যাবে অন্য এক রূপে। এবার বলিউডে ক্যারিয়ারের ১০ বছর পূর্তিতে অ্যাকশন হিরোর রূপে এন্ট্রি নেবেন এবার কার্তিক আরিয়ান।

ছবিতে ভরসা ২৪ নামের একটি চ্যানেলে কাজ করতে দেখা যাবে আরিয়েনকে। একজন জনপ্রিয় রিপোর্টার অর্জুন পাঠকের ভূমিকায় দেখা যাবে কার্তিককে। যিনি রহস্যজনকভাবে বোমা বিস্ফোরণের এক পরিস্থিতিতে জড়িয়ে পড়েন।

গত ডিসেম্বরে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। সিনেমায় কার্তিকের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে। ইতোমধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে ছবিটি মুক্তির পরিকল্পনা করছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে, হলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে ‘ধামাকা’ মুক্তি পাচ্ছে বলে আলাদা করে আরও সাত কোটি টাকা নিয়েছেন কার্তিক।

Exit mobile version