Site icon Jamuna Television

ক্যান্সারাক্রান্ত শিশুর চিকিৎসার জন্য সাউদির অভিনব উদ্যোগ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট শ্রেষ্ঠত্ব অর্জন করে নেয় নিউজিল্যান্ড। আর সে ম্যাচের জার্সি নিলামে তুলে ক্যান্সারে আক্রান্ত ৮ বছর বয়সী শিশুর চিকিৎসা কাজে অবদান রাখার এক অভিনব উদ্যোগ নিয়েছেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টের মাধ্যমে নিলামের বিষয়টি জানান সাউদি। ট্রেড মি নামক এক অনলাইন প্ল্যাটফর্মে জার্সিটি নিলামে উঠিয়েছেন তিনি। এরই মধ্যে জার্সিটির মূল্য উঠেছে ৩৬ হাজার ডলারেরও বেশী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা। সেইসাথে এই জার্সিতে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকা ১৫ খেলোয়াড়ের অটোগ্রাফ। আগামী ৮ জুলাই বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শেষ হবে নিলাম।

Exit mobile version