Site icon Jamuna Television

লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে লিওনার্দো দ্য ভিঞ্চির কী সম্পর্ক?

লিওনার্দো ডিক্যাপ্রিও এমন একজন অভিনেতা যার ‘লিওনার্দো’ নামের পেছনেও রয়েছে সিনেমার মতো গল্প। লিও যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন ইতালির একটি যাদুঘরে তার মা চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম দেখছিলেন। ঠিক সে মুহূর্তেই লিও গর্ভে নড়ে-চড়ে ওঠেন। আর তখনই তার মা সিদ্ধান্ত নেন, ছেলের নাম রাখবেন লিওনার্দো।

জন্মের আগে থেকেই লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর এই সম্পর্কের কারণেই হয়তো ভিঞ্চির চরিত্রে অভিনয়ের জন্য অস্কারজয়ী এই অভিনেতার এত আগ্রহ।

‘দ্য রেভিনেন্ট’ এর জন্য অস্কার জেতার পরপরই লিও আগ্রহ প্রকাশ করেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে অভিনয়ের জন্য। বিশ্বখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ভিঞ্চিকে নিয়ে ওয়াল্টার ইসাকসনের গ্রন্থ অবলম্বনে নিমির্তব্য এই ছবির জন্য বইটির স্বত্ব কিনে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। আর লিও এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব দিয়েছেন বিখ্যাত স্ক্রিন রাইটার জন লোগানকে।

Exit mobile version