Site icon Jamuna Television

চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ১২ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে

চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মমুখী করতে ১২ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। অবহেলিত এই শ্রেণিকে সমাজের মূল স্রোতধারায় যুক্ত করার উদ্যোগ হিসেবে ২ ব্যাচে ৬০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে ওই প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অনগ্রসর এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা, উপ-পরিচালক শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

Exit mobile version