Site icon Jamuna Television

উইম্বলডন থেকে আহত সেরেনার বিদায়

চোটের কারনে উইম্বলডনের এবারের আসরের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে সেরেনা উইলিয়ামসকে। এ বারও মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড স্পর্শ করা হল না সাত বারের উইম্বলডন চ্যাম্পিয় সেরিনা উইলিয়ামসের।

মঙ্গলবার প্রথম রাউন্ডে ৩৯ বছর বয়সি সেরিনার প্রতিপক্ষ ছিলেন বেলারুশ তারকা আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে শুরুতে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরিনাই। কিন্তু এরপরই হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে চোট পান সেরেনা। চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি।

এরপর ফিরে এসে আর ছন্দ পাননি ষষ্ঠ বাছাই। টানা হারেন দুই গেম। এর পর ব্যাথা বাড়লে কোর্টেই পড়ে যান তিনি। চোখের জলে শুধু সেন্টার কোর্টকেই নয় বিদায় বলতে হয়েছে এবারের আসরকে।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরিনা আর একটি জিতলেই মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ডে ভাগ বসাবার সুযোগ ছিল।

Exit mobile version