Site icon Jamuna Television

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ছাত্রীর শ্লীলতাহানি, যুবকের কারাদণ্ড

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় এক যুবকের ১০ মাস ১০ দিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটে বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকালে।

অভিযুক্ত যুবক আফজাল শরীফ উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতরা জানান, পরীক্ষা শুরুর পর সকালে আফজাল শরীফ ওই কেন্দ্রের দেয়াল টপকে ভেতরে ঢুকে পরীক্ষারত এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে ওই ছাত্রী বাথরুমে গেলে যুবকটি সেখানে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। কেন্দ্রের দায়িত্বরতরা এসময় তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল যুবকের ১০ মাস ১০ দিন কারাদণ্ডাদেশ দেন।

Exit mobile version