Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় তীব্র গতিতে ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট

দক্ষিণ আফ্রিকায় তীব্র গতিতে ছড়াচ্ছে শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে চলছে তৃতীয় ঢেউ। সরকারের দুর্বল ব্যবস্থাপনায় তৈরি হয়েছে পরিস্থিতি অবনতির আশঙ্কা।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের মিউটেশন হচ্ছে দ্রুত। ফলে সহজেই সংক্রমিত করছে মানুষকে। এদিকে, তৃতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। রয়েছে অক্সিজেন, আইসিইউ’র তীব্র সঙ্কট। টিকাকরণেও রয়েছে ধীরগতির অভিযোগ। প্রায় ৭৫ লাখ টিকা পাওয়ার পরও টিকা দেয়া হয়েছে মাত্র ২৯ লাখ মানুষকে। অর্থাৎ, ৫ শতাংশেরও কম জনগণ ভ্যাকসিনের আওতায় এসেছেন।

সব মিলিয়ে সরকারের দুর্বল পরিকল্পনাকে দুষছেন জনগণ। এমন পরিস্থিতি চললে তৃতীয় ঢেউ সামাল দেয়া অসম্ভব হয়ে পড়বে এমনটাই দাবি তাদের।

আফ্রিকা মহাদেশে করোনায় মোট প্রাণহানির ৪০ শতাংশই দক্ষিণ আফ্রিকার। দেশটিতে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজার মানুষ।

Exit mobile version