Site icon Jamuna Television

হিউস্টনে বন্যা পরিস্থিতির অবনতি

টেক্সাসের হিউস্টনে হারিকেন হার্ভের প্রভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখন পর্যন্ত প্রাণ গেছে ৩৩ জনের । এরই মধ্যে শহরটির রাসায়নিক শোধনাগারে বিস্ফোরণ ও আগুনের ঘটনাও ঘটেছে।

গেলো সপ্তাহে হারিকেন হার্ভে আঘাত হানার আগেই বন্ধ করে দেয়া হয়েছিলো আরকেমা কেমিক্যাল প্লান্টের উৎপাদন। বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতিতে প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্যার পানির সাথে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই প্লান্টের আশেপাশে আড়াই কিলোমিটার এলাকা পর্যন্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এদিকে, ভারী বর্ষণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা।

Exit mobile version