Site icon Jamuna Television

পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ডিসি স্কয়ারে আজ শনিবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান। মেলা উপলক্ষে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যলী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে ডিসি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী সহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেলায় মোট অর্ধশতাধিক স্টল অংশগ্রহন করেছে। তিনদিন ব্যাপী এ মেলয় প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Exit mobile version