Site icon Jamuna Television

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

বোতলজাত এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। জুলাই মাসের জন্য বোতলজাত এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। এখন থেকে প্রতি বারো লিটার বোতলের জন্য গ্রাহক পর্যায়ে দাম পড়বে ৮৯১ টাকা।

কমিশন জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর হবে নতুন এই দাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল জানান, নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে কমিশনের কিছু করার নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি বিভাগ বিধি প্রণয়ন করছে। সেটি হয়ে গেলে বাজার তদারকি করা তাদের জন্য সহজ হতে পারে।

Exit mobile version