Site icon Jamuna Television

ফেসবুক এখন ট্রিলিয়ন ডলার কোম্পানি

মঙ্গলবার ফেসবুকের শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ, আর এর মাধ্যমেই ফেসবুক নাম লিখিয়েছে ট্রিলিয়ন ডলার কোম্পানির তালিকায়। বিবিসির একটি খবরে এমনই তথ্য দেয়া হয়েছে।

গত ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে অবৈধ প্রতিযোগিতার অভিযোগ আনা হয়েছিলো যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে। অ্যান্টি-ট্রাস্ট আইনের ওই মামলায় অভিযোগ ছিলো, ফেসবুক একচেটিয়াভাবে ডিজিটাল বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করছে। যেহেতু যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবসায় একচেটিয়া অধিকারভোগের সুযোগ নেই, তাই আনা হয়েছিলো এমন অভিযোগ। তবে আদালত রায় দিয়েছেন, ফেসবুকের বিরুদ্ধে আনা অভিযোগটি স্পষ্ট নয়।

আর আদালতের রায়ে অভিযোগ অস্পষ্ট উল্লেখ হওয়ার পরপরই পুঁজিবাজারে বেড়েছে ফেসবুকের শেয়ার মূল্য। আর তার সাথে সাথেই কোম্পানিটি প্রবেশ করেছে ট্রিলিয়ন ডলার কোম্পানির ক্লাবে।

Exit mobile version