Site icon Jamuna Television

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে সিআইডি জানিয়েছে, ঢাকার আশপাশে বাসাবাড়িতে প্রায়ই ডাকাতি করতো দলটি। ২০০৩ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে আসছে তারা। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম, নরসিংদী, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা আছে।

একই সংবাদ সম্মেলনে নিষিদ্ধ পপি বীজ আটকের মামলার আসামি অখিল চন্দ্র মণ্ডলকে গ্রেফতারের কথাও জানানো হয়। সরিষা বীজ আমদানির আড়ালে দেশে পপি বীজ আনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Exit mobile version