Site icon Jamuna Television

২/৩ জুলাই আসছে মডার্নার টিকা, এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে চীনা টিকাও

আগামী ২ অথবা ৩ জুলাই মর্ডানার টিকা আসবে, এছাড়া এক সপ্তাহের মধ্যে চীনের টিকাও বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় স্বাস্থমন্ত্রী আরও জানান, টিকা নিয়ে রাশিয়ার সাথে আলোচনা শেষ হয়েছে। শীঘ্রই রাশিয়ার টিকা পাওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীদের আগামীকাল থেকে ফাইজারের টিকা দেয়া হবে। ঢাকার ৭টি হাসপাতালে এই কার্যক্রম চলবে।

Exit mobile version