Site icon Jamuna Television

রাজধানীতে ভেজাল নুডলস কারখানায় অভিযান, বিপুল পণ্য জব্দ

রাজধানীর ডেমরা এলাকার ডগাইরে ভেজাল নুডলস কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকাল থেকে পরিচালিত এই অভিযানে বিএসটিআইর অনুমোদন ছাড়াই নকল প্যাকেট ও নোংরা পরিবেশে ভেজাল নুডলস প্রস্তুত করায় একটি কারখানার সব পণ্য জব্দ করা হয়।

ওই কারখানার মালিক ফরহাদ আহমেদ জুয়েল প্রায় ১১ বছর ধরে এই অনিয়ম করে আসছিলো বলে জানা গেছে। জুয়েল ফুড প্রডাক্টস নামে নুডলস প্রস্তুত করলেও তাদের কোনো অনুমোদন ছিলো না।

প্যাকেটে কোকোলা ব্র্যান্ডের রং, স্লোগান ও লোগো হুবহু ব্যবহার করে কোকোলো নামে ব্যবসা করে আসছিল কারখানাটি। অভিযোগের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন।

Exit mobile version