Site icon Jamuna Television

হাসপাতালে নাসিরুদ্দিন শাহ

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহকে (৭০)। খ্যাতিমান এ অভিনেতাকে মঙ্গলবার (২৯ জুন) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তার ম্যানেজার জানিয়েছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

নাসিরউদ্দিন শাহের ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তবে এখন উনি স্থিতিশীল অবস্থায় আছেন। চিকিৎসক ও স্বজনেরা আশা করছেন খুব দ্রুত সেরে উঠবেন নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসিরউদ্দিন শাহ।

Exit mobile version