Site icon Jamuna Television

ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের প্রথম বাংলাদেশি পরিচালক হলেন রাফে সাদনান আদেল

সাবেক সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ রাফে সাদনান আদেলকে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী পহেলা জুলাই ২০২১ থেকে আগামী ৩ বছরের জন্য তিনি বৈশ্বিক এই জোটে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, রাফে সাদনান আদেল ২০১৪ সালে তার ক্যান্সার আক্রান্ত মাকে হারান এবং একই বছর ক্যান্সার বিষয়ক প্রথম বাংলা ওয়েব সাইট ক্যান্সারবিডিডটনেট (www.cancerbd.net) প্রতিষ্ঠা করেন যা প্রাথমিকভাবে ক্যান্সারবিডিডটকম নামে শুরু হয়েছিল।

শুরু থেকেই এই সাইটটি বাংলা ভাষায় ক্যান্সার সচেতনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে আসছে। এই সাইটটিতে বাংলা ভাষায় ক্যান্সার সংক্রান্ত বাংলাদেশে অপ্রতুল বিভিন্ন তথ্য যেমন ক্যান্সারের প্রকার, লক্ষণ, ডায়াগনোসিস, চিকিৎসা কেন্দ্রের তথ্যসহ চিকিৎসকদের তালিকা ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ঔষধের খবর সরবরাহ করছে। এছাড়াও ক্যান্সারবিডিডটনেটের উদ্যোগে ক্যান্সার সচেতনতায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আয়োজন করা হয়ে থাকে। বৈশ্বিক মহামারী করোনায় সংগঠনটির উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে কয়েক দফায়।

ক্যান্সার সচেতনতায় অনবদ্য অবদান রাখায় আদেলকে বেছে নেয়া হয়েছে উল্লেখ করে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন পরিচালনা পর্ষদের প্রধান এলিজাবেথ বাখ বলেন, আগামী পহেলা জুলাই ২০২১ থেকে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রাফে সাদনান আদেলকে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি।

অলাভজনক উদ্যোগ ক্যান্সারবিডিডটনেট এর প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক আদেলের যোগাযোগ-কর্মী হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং রোগীদের জন্য সমর্থন আমাদের জন্য বিশাল সম্পদ হিসেবে কাজ করবে। আমরা সম্মানিত যে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত প্রতিটি নারী যেখানেই থাকুন না কেন তাদের বেঁচে থাকার সর্বোত্তম সুযোগ এবং জীবনের সেরা মান নিশ্চিতে আমাদের যে লক্ষ্য সেখানে আদেল যোগ দিচ্ছেন।

এ সময় আদেলকে পরিচালক হিসেবে আমন্ত্রণ জানিয়ে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লারা ম্যাকেই বলেন, “মা’কে ওভারিয়ান ক্যান্সারে হারানোর কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য আদেলের মাঝে বিদ্যমান সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব সত্যি অনন্য। সেই সাথে তার দুর্দান্ত যোগাযোগ দক্ষতা ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশনকে আরও শক্তিশালী করবে বলে মনে করি। প্রতিটি নারীর জন্য ওভারিয়ান ক্যান্সারের ভবিষ্যৎ পরিবর্তনে আমরা আদেলের সাথে একই সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

Exit mobile version