Site icon Jamuna Television

কঠোর লকডাউনেও বাইরে মানুষ

কঠোর লকডাউনেও বাইরে মানুষ!

আজ ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। জরুরি কারণ ছাড়া বের হওয়া যাবে না বিধিনিষেধ থাকলেও রাস্তায় বের হচ্ছেন অনেকে।

জরুরি কাজে নিয়োজিত ও শিল্প-কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হলেও পরিবহনের সংকটে ভোগান্তিতে পড়েছেন। গণপরিবহন না থাকায় রিকশা করে যেতে হওয়ায় বেশি ভাড়া দিতে হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। এদিকে পুলিশের চেকপোস্টে গাড়ি থামিয়ে চেক করার ক্ষেত্রে সময় বেশি নেয়ায় যানজটও দেখা দিচ্ছে।

চলমান কঠোর লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি সব অফিস। তবে নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা চালু থাকবে।

এনএনআর/

Exit mobile version