Site icon Jamuna Television

স্বামী হারালেন মন্দিরা বেদি

স্বামী হারালেন মন্দিরা বেদি

মন্দিরা বেদির স্বামী পরিচালক-প্রযোজক রাজ কৌশল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদি।

বুধবার ভোর রাত সাড়ে ৪টায় মারা যান রাজ। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। তিনি তখন বাড়িতেই ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এই দম্পতির এক ছেলে সন্তান রয়েছে। এছাড়াও ২০২০ সালে তারা নামে একটি ৪ বছরের মেয়েকে দত্তক নিয়েছেন মন্দিরা ও রাজ।

পেয়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। কপি রাইটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। মুকুল আনন্দ, সুভাষ ঘাই-এর মতো পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে খুলেছিলেন নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা। ৮০০-র বেশি বিজ্ঞাপন তৈরি হয়েছিল তারই পরিচালনায়।

রাজ কৌশলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড। শোক প্রকাশ করেছেন বলিউড জগতের অনেকেই।

এনএনআর/

Exit mobile version