Site icon Jamuna Television

মানুষের সংস্পর্শ থেকে করোনায় আক্রান্ত হতে পারে পোষা প্রাণী: গবেষণা

মানুষের সংস্পর্শ থেকে সহজেই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে পোষা প্রাণীরা। নেদারল্যান্ডসের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

উটরেখ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ৩১০টি কুকুর ও বিড়ালের ওপর চালানো হয় এই পরীক্ষা। এতে করোনা আক্রান্ত পরিবারের ৬৭ টি পোষা প্রাণীর কোভিড সংক্রমণের প্রমাণ মিলেছে। এগুলোর ৫৪টি আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে।

আর ৬টি বিড়াল ও ৭টি কুকুরের পিসিআর নমুনা পরীক্ষায় পজেটিভ ফলাফল এসেছে। বেশিরভাগ আক্রান্ত প্রাণীদেরই তেমন কোনো উপসর্গ দেখা যায়নি।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংক্রমিত হয়ে আবার অন্য মানুষের মাঝে ভাইরাস ছড়াতে পারে এই প্রাণীরা। তাই কোনো বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে পোষা প্রাণীদের দূরে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Exit mobile version