Site icon Jamuna Television

কানাডায় আবারও গণকবরের সন্ধান, মিলেছে ১৮২ শিশুর দেহাবশেষ

কানাডার এক প্রাক্তন আবাসিক স্কুলে আবারও গণকবরের সন্ধান মিলেছে বলে দাবি করেছে একটি আদিবাসী গোষ্ঠী। তারা জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার ওই স্কুলে মিলেছে ১৮২ শিশুর দেহাবশেষ।

বুধবার (৩৯ জুন) এক বিবৃতিতে বলা হয়, ভ্যাঙ্কুয়েভারের পূর্বে ক্র্যানব্রুকে অবস্থান পরিত্যক্ত ওই স্কুলটির। ক্যাথলিক গির্জার অধীনে পরিচালিত হতো এটি। এর আগে আরও দুটি পুরোনো স্কুলের গণকবরে পাওয়া যায় ২১৫ ও সাড়ে সাতশ শিশুর দেহাবশেষ।

আদিবাসী সংগঠনগুলোর দাবি, পরিবার থেকে বিচ্ছিন্ন করে জোরপূর্বক আদিবাসী শিশুদের ভর্তি করা হতো ক্যাথলিক পরিচালিত আবাসিক স্কুলগুলোয়। বাধ্য করা হতো ধর্মান্তরিত হতে। সেখানে শারীরিক নির্যাতন, ধর্ষণসহ নানা ধরনের নৃশংসতার শিকার হতো শিশুরা।

ধারণা করা হচ্ছে, নিপীড়ন, অপুষ্টি আর রোগবালাইয়ে মৃত্যু হয় অন্তত ৬ হাজার শিশুর। এ ইস্যুতে ভ্যাটিকানের তীব্র সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Exit mobile version