Site icon Jamuna Television

সেরেনার পর বিদায় নিলেন ভেনাস উইলিয়ামসও

উইম্বলডন টেনিসে নারীদের বিভাগে সেরেনার পর বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামসও। তবে পরের রাউন্ডে উঠেছেন প্লিসকোভা, মুগুরুজা, ভিক্টোরিয়া আজারেঙ্কা আর রেংকিংয়ে দুইয়ে থাকা এরিনা সাবালেঙ্কা।

এদিকে বোন সেরেনার বিদায়ের পর এবার ২য় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামসও। তিউনিশিয়ার ওনস জাবিউরের কাছে প্রথম সেটে ৭-৫ এ হেরে বসেন তিনি। এরপর ২য় সেটে আর খুজে পাওয়া যায়নি ভেনাসকে। ৬-০’তে হেরে বিদায় নেন তিনি।

দিনের আরেক ম্যাচে ক্যারোলিনা প্লিসকোভা সরাসরি ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার ডোন্না ভেকিচকে।

Exit mobile version