Site icon Jamuna Television

গির্জার স্কুলগুলোতে গণকবর আবিষ্কার, কানাডাজুড়ে ৬ গির্জায় অগ্নিসংযোগ

প্রাক্তন আদিবাসী স্কুলে শিশুদের দেহাবশেষের সন্ধান পাওয়ার জেরে তোলপাড় চলছে গোটা কানাডায়। তারই সূত্র ধরে আবারও ঘটলো গির্জায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনা। গত এক মাসে এই নিয়ে পোড়ানো হলো ছয়টি ক্যাথলিক উপাসনালয়।

বুধবার অ্যালবার্টার মরিনভিলে জ্বালিয়ে দেয়া হয় একটি শতাব্দী প্রাচীন গির্জা। পুরোপুরি বিধ্বস্ত হয় সেন্ট জন ব্যাপটিস্ট প্যারিশ নামের ঐতিহ্যবাহী ওই গির্জা। রাজ্যটির ইতিহাসের অন্যতম অংশ ছিল এটি।

গির্জা ধ্বংসের ঘটনায় নিন্দা জানিয়ে টুইট করেছেন অ্যালবার্টার ফার্স্ট মিনিস্টার। বলেন, আরেকটি বিদ্বেষমূলক কাজকে সমর্থন দেয়া যায় না।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Exit mobile version