Site icon Jamuna Television

উইম্বলডনে জয় পেয়েছেন নোভাক জোকভিচ

উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডের খেলায় সহজ জয় পেয়েছেন নোভাক জোকভিচ। এছাড়াও জয় পেয়েছেন অ্যান্ডি মারে, রুদলেভ, ফগনিনি, গ্রেগর গিমিত্রভ আর কেই নিশিকোরি।

রজার ফেদেরার আর রাফায়েল নাদালের সমান ২০ গ্র্যান্ডস্ল্যাম জেতার লক্ষ্য নিয়ে এবার উইম্বলডন শুরু করা জোকোভিচ এই ম্যাচেও ছিলেন অপ্রতিরোধ্য। সেন্টার কোর্টে জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসন।

প্রথম সেট ৬-৩ এ জেতার পর ২য় ও ৩য় সেটও একই ব্যবধানে জেতেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ৩য় রাউন্ডের খেলায় যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলার সাথে কোর্টে নামবেন সার্বিয়ান এই তারকা।

Exit mobile version