Site icon Jamuna Television

কঠোর লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহবান কাদেরের

কঠোর লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহবান কাদেরের

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। বলেন, জনগণের সুরক্ষায় সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

অসহায়, কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এনএনআর/

Exit mobile version