Site icon Jamuna Television

প্রবাসীদের টিকাদান কার্যক্রম উদ্বোধনীতে তোপের মুখে প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের টিকাদান কার্যক্রম উদ্বোধনীতে তোপের মুখে প্রবাসী কল্যাণমন্ত্রী

বিদেশগামী কর্মীদের টিকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ নিয়ে আজ উদ্বোধনী দিনে প্রবাসীদের তোপের মুখে পরেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিদেশগামী কর্মীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে যান প্রবাসী কল্যাণমন্ত্রী।

স্বল্প পরিসরে কিছু প্রবাসী কর্মীকে আজ ট্রায়াল হিসেবে টিকা দেয়া হয়। প্রবাসীরা অভিযোগ করেন, বিএমইটি স্মার্টকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা পাচ্ছেন না অনেকে। অন্যদিকে একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীকে টিকার অনুমতি দেয়া হয়েছে। এতে বিক্ষোভ করেন দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।

পরে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সোমবারের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হলে জটিলতা কেটে যাবে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জানান, আগামীকাল সকাল ৯টা থেকে সারাদেশে ৫৪টি কেন্দ্রে রেজিস্ট্রেশন করা যাবে। প্রথমে বিএমইটিতে এবং পরে সুরক্ষা অ্যাপে করতে হবে রেজিস্ট্রেশন। নিবন্ধন ছাড়া কোন প্রবাসী টিকা নিতে পারবে না।

এনএনআর/

Exit mobile version