Site icon Jamuna Television

মা হলেন নাবিলা

মা হলেন নাবিলা

কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

চলতি বছরের এপ্রিলে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাবিলা লিখেছিলেন, তিনি ও তার পরিবারের জন্য এপ্রিল বিশেষ মাস। তাদের সানন্দ ঘোষণা ছিল, আসছে জুলাইয়ে তাদের ভালোবাসার সন্তান আসতে চলেছে। সবার কাছে দোয়া কামনা করেন তারা। ২০১৮ সালে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা।

উল্লেখ্য এ সময়ের জনপ্রিয় মডেল ও উপস্থাপকদের একজন মাসুমা রহমান নাবিলা। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি ব্যাপক আলোচিত হয়েছেন।

এনএনআর/

Exit mobile version