Site icon Jamuna Television

আগামী ২ দিনে দেশে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে এবং আগামী পরশু সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

জাহিদ মালেক আরও জানান, আগামীকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় সিনোফার্মেরও ১১ লাখ টিকা দেশে আসবে এবং শনিবার সিনোফার্মের আরও ৯ লাখ টিকা দেশে পৌঁছাবে। আমরা সেগুলোও গ্রহণ করবো।

ইউএইচ/

Exit mobile version