Site icon Jamuna Television

হবু বউ পছন্দ না হওয়ায় বরের আত্মগোপন; ৭ দিন পর উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

এক সপ্তাহ রহস্যজনকভাবে আত্মগোপন করে থাকা গাইবান্ধার পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তাকে গত ৩০ জুন রাতে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বউ পছন্দ হয়নি বলে স্ব-ইচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিং করে ঘটনার বর্ণনাসহ বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে উদ্ধার হওয়া আবু সুফিয়ানকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার জানান, পলাশবাড়ি উপজেলার রামকৃষনপুর গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ানকে পারিবারিকভাবে গাইবান্ধায় এক মেয়ের সাথে বিবাহের দিন তারিখ ধার্য করা হয়। কিন্তু আবু সুফিয়ানের হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে তিনি আত্মগোপনে চলে যান। তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেন।

এ ব্যাপারে নিখোঁজের স্বজনরা পলাশবাড়ি থানায় জিডি করলে পুলিশ গোপনে বিষয়টি মোবাইল ট্র্যাকিং করে তার সন্ধান বের করেন এবং তাকে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসে।

ইউএইচ/

Exit mobile version