Site icon Jamuna Television

ইউরোতে হাজির ছিল করোনা আক্রান্ত দুই হাজার স্কটল্যান্ডবাসী

প্রায় দুই হাজার স্কটল্যান্ডবাসী করোনা আক্রান্ত অবস্থায় ইউরোর ইভেন্টে উপস্থিত হয়েছিল। বুধবার (৩০ জুন) ব্যাপারটি নিশ্চিত করে পাবলিক হেলথ অফ স্কটল্যান্ড।

৮ জুন ইউরোর এবারের আসরে ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ডের খেলা দেখার জন্য অনেক মানুষ লন্ডন আসে। এক হাজার নয়শ একানব্বই জন চিহ্নিত হয়েছে যারা ইউরোর ইভেন্টে উপস্থিত হয়। এর মধ্যে এক হাজার ২৯৪ জন লন্ডন আসে ও ৩৯৭ জন ওয়েম্বলিতে উপস্থিত হয়। পরিসংখ্যানটি নিশ্চিত করে স্কটল্যান্ড পাবলিক হেলথ। ধারণা করা হচ্ছে খেলা দেখতে আসা ব্যক্তিদের মধ্যে কিছু ব্যক্তি ওয়েম্বলি ও কিছু ব্যক্তি গ্লাসগোতে জনসমাগমে উপস্থিত হয়।

Exit mobile version