Site icon Jamuna Television

নতুন মৌসুমের এল ক্লাসিকো অক্টোবরে

নতুন মৌসুমের সূচি ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। যেখানে আগস্ট থেকে শুরু হবে ইউরোপের অন্যতম আকর্ষণীয় এই লিগ।

এই লিগের মূল আকর্ষণ এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। ২৪ অক্টোবর ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে সামনের মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ফিরতি লেগে বার্সেলোনা মার্চে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদের। ১৫ আগস্ট থেকে শুরু হয়ে আগামী বছরের ২২ মে শেষ হবে লা লিগা। ১৫ আগস্ট লিগের প্রথম দিনে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ খেলবে দেপোর্তিভো আলাভেসের সাথে আর বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর লড়াই সেল্টা ভিগোর সাথে।

Exit mobile version