Site icon Jamuna Television

ভরা গ্যালারিতে খেলা হবে ইংল্যান্ডে

এবার আর দর্শকশূন্য বা আংশিক দর্শক না, গ্যালারি ভর্তি সমর্থকদের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। পাকিস্তানের ইংল্যান্ড সফরের ২য় একদিনের ম্যাচে পূর্ণ ধারণক্ষমতার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

লর্ডসে ১০ জুলাই অনুষ্ঠিত হবে দুই দেশের ২য় একদিনের ম্যাচটি। যেখানে দুই বছর পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে পূর্ণ দর্শক থাকতে যাচ্ছে। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্য সরকার দেশটিতে করোনা ভাইরাসের সকল নিষেধাজ্ঞা তুলে নিতে চায়। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধীরে ধীরে মাঠে দর্শকদের অনুমতি দিচ্ছে তারা।

এজবাস্টনে ৩য় একদিনের ম্যাচে ৮০ শতাংশ টিকেট ছাড়া হবে। ১১ বছরের উপরে করোনার পূর্ণ ডোজ নেয়া এবং গেল ছয় মাসের মধ্যে পিসিআর টেস্টে স্বাভাবিক ইমিউনিটির সার্টিফিকেট আছে এমন দর্শকরাই মাঠে বসে খেলা দেখতে পারবেন। মাঠে সামাজিক দূরত্ব মেনে না বসালেও, মাস্ক পরতে অনুরোধ করা হবে দর্শকদের।

Exit mobile version