Site icon Jamuna Television

নতুন ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?

বেশ কয়েকদিন ধরে চলছে নুসরত-যশ বিতর্ক। শ্রাবন্তীও কম যান না। তাকে নিয়েও সমালোচনা কম হচ্ছেনা। সামাজিক মাধ্যমে নিত্য নতুন পোস্টে মনের ভাব প্রকাশ করছেন এই নায়িকা। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে নতুন ইঙ্গিত দিয়েছেন ‘প্রাণভরে বাঁচার’। জীবন একটাই, তাই অতীত ভুলে এগিয়ে যাওয়া উচিৎ, সেই পথেই কি হাঁটছেন নায়িকা?

স্পষ্টই বোঝাচ্ছেন, রোশন যতই তার বিরহে কাতর হয়ে আবার সংসার করার ইচ্ছা প্রকাশ করুক না কেনো, শ্রাবন্তী অনেক আগেই মুখ ফিরিয়েছেন।

এর আগে, শ্রাবন্তী নতুন বয়ফ্রেন্ডের সাথে জন্মদিনের পার্টির ছবিও প্রকাশ পেয়েছে। বোঝাই যাচ্ছিলো তিনি ফের নতুন করে জীবন শুরু করতে চান।

এরই মধ্যে, বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে লেখেন ‘জীবন একটাই, একবারই বাঁচার সুযোগ আসে, সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’।

প্রাণভরে বাঁচতে চাইছেন নায়িকা শ্রাবন্তী। কিছুদিন আগে পাহাড়ে একান্ত সময় কাটিয়ে এসেছেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পর চুটিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন, ফল ঘোষণার পর একটু
হতাশ হয়েছেন ঠিকই। তবে সব কাজ ছেড়ে পাহাড়ের হাওয়া গায়ে লাগিয়ে ফুরফুরে মেজাজে ফিরেছেন শহরে।
সূত্র: জি নিউজ

Exit mobile version