Site icon Jamuna Television

চতুর্থ টি-২০ তে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা

চতুর্থ টি-২০ তে আজ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। রাত ১২ টায় মাঠে নামবে তারা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচের শেষ বলে ছয় হলেও জয় পায়নি উইন্ডিজ। ১ রানে হারতে হয়েছে স্বাগতিকদের। প্রোটিয়াদের করা ১৬৭ রান তাড়া করতে নেমে ১৬৬ রানে থামে ক্যারিবীয়রা।

গ্রানাডায় শুরুতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৭২, ভ্যান ডুসেনের ৩২ আর এইডেন মার্করামের ২৩ রানে ভর করে ৮ উইকেটে ১৬৭ রানের পুঁজি পায় দক্ষিন আফ্রিকা। ২২ রান খরচায় ম্যাকের শিকার ৪ উইকেট।

জবাব দিতে নেমে এভিন লুইস ও লেন্ডল সিমন্সের ব্যাটে ভালো শুরু পায় উইন্ডিজ। তবে নিয়মিত উইকেট হারানোয় জয় থেকে স্বল্প দূরত্বেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।

Exit mobile version