Site icon Jamuna Television

শীঘ্রই টিকা পাচ্ছে চবির আবাসিক শিক্ষার্থীরা, নিবন্ধনের নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শিক্ষার্থীরা করোনার টিকা পাচ্ছে শীঘ্রই। আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) টিকা সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে পেয়েছেন তারা। তাই আবাসিক শিক্ষার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যেই টিকার গ্রহণের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন। নিবন্ধন করলে অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের টিকার গ্রহণের জন্য ডাকা হবে।

তিনি আরও জানান, যারা আগে বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেছে তাদেরও নতুন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, গত মার্চে ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী চবির আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের আলাদা দু’টি অনলাইন ফরমে আবেদন করতে বলা হয়েছিলো। সে অনুযায়ী শিক্ষার্থীরা নিবন্ধন করেছিলো।

Exit mobile version