Site icon Jamuna Television

কানাডায় তাপদাহে এক সপ্তাহে ৪৮৬ জনের মৃত্যু

কানাডায় তীব্র তাপদাহে এক সপ্তাহে কমপক্ষে ৪৮৬ জনের মৃত্যু হলো। শুক্রবারও দেশটির ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভ্যাকসিনেশন সেন্টার। রাজ্যটির সীমান্তবর্তী ছোট্ট শহর লিউটনের ৯০ শতাংশ ঘরবাড়ি পুড়ে গেছে দাবানলে। সেখানকার বাসিন্দা সংখ্যা আড়াইশোর মতো। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে পূর্বাঞ্চলীয় আলবার্তা ও সাসকাচুয়ান রাজ্যে। এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা।

প্রচণ্ড গরমে শিক্ষাপুতিষ্ঠানসহ অনেক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা রাখা হলেও খোলা রয়েছে সুইমিং পুল, কুলিং সেন্টার এবং ইনডোর স্টেডিয়ামের মতো ঠাণ্ডা স্থাপনাগুলো।

উল্লেখ্য, ১৯৬৫ সালের পর মার্কিন রাজ্য অরেগনের শহর পোর্টল্যান্ডে সর্বোচ্চ তাপদাহ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবারও রেকর্ড করা হয় ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

Exit mobile version