Site icon Jamuna Television

খুমেকে অনভিজ্ঞদের দিয়ে করোনা পরীক্ষা, ল্যাব বন্ধ

সুরক্ষা পোশাক ছাড়াই দিব্যি নমুনা সংগ্রহ করছেন টেকনোলিস্টরা। সঠিক উপায়ে ন্যাজাল সোয়াব সংগ্রহের ধারণা পর্যন্ত নেই কারও কারও। অথচ খুলনা কোভিড ডেডিকেটেড হাসপাতালের স্পর্শকাতর এই কাজগুলো করে যাচ্ছেন তারাই। সম্প্রতি অনভিজ্ঞদের দিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ফলে পজেটিভ-নেগেটিভ একীভূত হওয়ায় বুধবার পাঁচশ রোগির নমুনাই পজেটিভ আসে। এই অভিযোগে ল্যাবটি আপাতত বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

পিসিআর ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পাশের সনদ থাকা বাধ্যতামূলক। অথচ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তা মান্য করা হচ্ছে না। হাতে গোনা মাত্র দুই থেকে তিনজনের রয়েছে মেডিকেল টেকনোলজিস্টের সনদ।

যবিপ্রবির অধ্যাপক জেনম সেন্টারের অধ্যাপক ইকবাল কবীর বলছেন, নমুনা পরীক্ষায় সঠিক নিয়মের তারতম্য হলে ফলাফলে গড়মিল হতে পারে। পজেটিভ রোগীকে নেগেটিভ এবং নেগেটিভ রোগীকে পজেটিভ দেখাতে পারে।

এমন পরিস্থিতিতে সম্প্রতি ল্যাবপিট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খুমেক কর্তৃপক্ষ।

Exit mobile version