Site icon Jamuna Television

ইইউ’য়ের সাত দেশের গ্রিন সিগন্যাল পেলো ভারত উৎপাদিত করোনার টিকা

ইইউ'য়ের সাত দেশের গ্রিন সিগন্যাল পেলো ভারত উৎপাদিত করোনার টিকা

ইউরোপীয় ইউনিয়নের সাত দেশের গ্রিন সিগন্যাল পেলো ভারতে উৎপাদিত করোনা টিকা। এতে কোভিশিল্ড টিকাগ্রহীতাদের দেশগুলো ভ্রমণে থাকলো না আর কোন বাধা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে নিশ্চিত করা হয় এ তথ্য। জানায়, অস্ট্রিয়া, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও স্পেনে অনুমোদন পেল কোভিশিল্ড। বলা হচ্ছে, ভারতীয় ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে দেশটির সাথে আলোচনা ইইউ’র। কোভিশিল্ডকে সবুজ সংকেত না দিলে জোটটির কোন ভ্যাকসিনকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানায় ভারত।

এর ধারাবাহিকতায় দেশগুলোর পক্ষ থেকে আসলো টিকা অনুমোদনের এ ঘোষণা। এরই মধ্যে কোভিশিল্ড টিকাকে গ্রীণ সিগন্যাল দেয়ার ঘোষণা দিয়েছে আইসল্যান্ড, ইস্তোনিয়া ও সুইজারল্যান্ড। অনুমোদনের জন্য প্রস্তুত ইউরোপীয় ওষুধ সংস্থাও।

এনএনআর/

Exit mobile version