Site icon Jamuna Television

সাড়ে তিন লাখ টাকার লুকে রণবীর সিং

সাড়ে তিন লাখ টাকার লুকে রণবীর সিং

ফ্যাশনে ভিন্নতা আনতে পছন্দ করেন বলিউড তারকা রণবীর সিং। মাঝেমধ্যে অবশ্য অদ্ভুত পোশাক পরে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেন। ফের নতুন লুকে আবির্ভূত হলেন এ তারকা।

এবার ফ্যাশন ব্র্যান্ড গুচির প্রচারে নেমেছেন রণবীর সিং। আর এই ব্র্যান্ডের পোশাকে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। রণবীর পরেছেন ব্লু জার্সি সোয়েটশার্ট, যার মূল্য এক হাজার ৬৫০ মার্কিন ডলার। আর এর মাথে ম্যাচ করে পরা জার্সি প্যান্টের দাম এক হাজার ৯৮০ মার্কিন ডলার।

দুটি লুক প্রকাশ করেছেন রণবীর সিং। এক লুকে দেখা যাচ্ছে, লাল হ্যাট পরা। সঙ্গে রয়েছে গুচি ব্ল্যাক লেদার জুতা। চোখে গুচির রোদচশমা, যার দাম ৫৮০ মার্কিন ডলার। হাতে ছোট্ট কালো ব্যাগ, যার দাম দুই হাজার ৩০০ মার্কিন ডলার।

রণবীরের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

জানা যায়, রণবীর অল-গুচি লুকের পেছনে খরচ ৩.১৩ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে তিন লাখ টাকার বেশি।

এনএনআর/

Exit mobile version