Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতায় ফিরলো উইন্ডিজ

৪র্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে সিরিজে ফিরলো উইন্ডিজ। ক্যারিবীয়দের ১৬৭ রানের জবাবে ১৪৬ রানে থামে প্রোটিয়ারা।

শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। তবে স্রোতের বিপরীতে লেন্ডল সিমন্সের ৪৭ ও অধিনায়ক কিয়েরন পোলার্ডের ৫১ রানে ভার করে ১৬৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় উইন্ডিজ।

জবাব দিতে নেমে দারুণ শুরু এনে দেন কুইন্টন ডি কক। তবে অন্য ব্যাটসম্যানদের সঙ্গ পাননি তিনি। ডি ককের ৪৩ বলে ৬০ রানের ইনিংসের পরও হারতে হয় প্রোটিয়াদের। ৫ ম্যাচের সিরিজে এখন ২-২ এ সমতা।

Exit mobile version