Site icon Jamuna Television

ট্রাম্পের সাথে ব্যবসায়িক সর্ম্পক ছিন্ন করলো নিউইয়র্ক

ট্রাম্পের সাথে ব্যবসায়িক সর্ম্পক ছিন্ন করলো নিউইয়র্ক

কর ফাঁকির দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান এবং অর্থ বিষয়ক প্রধান অ্যালেন উইসেলবার্গ। বৃহস্পতিবার জালিয়াতি এবং ব্যবসায়িক তথ্যের গোপনের অভিযোগ আনা হয়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে এ অভিযোগে জড়ানো হয়নি। শুনানিতে উইসেলবার্গের বিরুদ্ধে কর ফাঁকির উদ্দেশ্যে ১৭ লাখ ডলারের তথ্য গোপনের অভিযোগ দায়ের করা হয়।

কৌসুলিরা জানান, এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর বাড়ি ভাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফি বাবদ সুবিধা ভোগ করেছেন তিনি।

এদিকে পারিবারিকভাবে পরিচালিত ট্রাম্পের কোম্পানির আওতায় রয়েছে বেশকিছু হোটেল, গলফ ক্লাবসহ অন্যান্য সম্পত্তি। তারা বই প্রকাশনা, টিভি শো এবং ভবন নির্মাণ ব্যবসার সাথেও জড়িত। করফাঁকির অভিযোগ ওঠার পরই, ট্রাম্পের সাথে ব্যবসায়িক সর্ম্পক ছিন্ন করেছে নিউইয়র্ক শহর।

যদিও সাবেক প্রেসিডেন্টের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলা।

এনএনআর/

Exit mobile version