Site icon Jamuna Television

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার (২ জুন) ভোরে এ বিমান হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, হামাস ব্যবহার করে এমন একটি অস্ত্রের কারখানায় বিমান হামলা চালিয়েছে তারা। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক টুইটার বার্তায় ইসরাইল ডিফেন্স ফোর্স জানিয়েছে, গাজা থেকে বিস্ফোরক বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে আধুনিক অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত। এ ব্যাপারে হামাসের কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।

এর আগে গত মে মাসে গাজায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। গাজায় টানা ১১ দিনের ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ২৫৬ জন ও ৬৬ জন ফিলিস্তিনি শিশু। এই হামলার জবাবে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার উদ্দেশ্যে হামাসের ছোড়া রকেটে নিহত হয় ১৩ ইসরায়েলি নাগরিক। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় গাজা উপত্যকা। তবে বিভিন্ন অজুহাতে ফিলিস্তিন সীমান্তের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল।

Exit mobile version