Site icon Jamuna Television

৮ বছরের জন্য নিষিদ্ধ আমির হায়াত ও আশফাক আহমেদ

সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার আমির হায়াত ও আশফাক আহমেদ।

বৃহস্পতিবার (১ জুলাই) এক বিবৃতিতে শাস্তির ঘোষণা দেয় আইসিসি। ম্যাচ পাতানো বা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলার জন্য কোনো ঘুষ বা পুরষ্কার গ্রহণ, উপহার, অর্থ, আতিথ্য বা সুবিধা গ্রহণ করেও তা প্রকাশ না করা এবং তদন্তকাজে বাঁধা দেয়ায় বড় শাস্তি পেলেন আমির হায়াত ও আশফাক আহমেদ।

উল্লেখ্য, ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্নীতির পাঁচটি ধারা ভাঙার অভিযোগ ওঠে আমির ও আশফাকের বিরুদ্ধে।

Exit mobile version