Site icon Jamuna Television

সবচেয়ে খারাপ ক্লাবে যাওয়ার প্রস্তাব পেলেন মেসি

বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট মেসিকে এখন যেকোনো ক্লাবে নিতে পারবে। তবে ক্লাববিহীন ও বেকার মেসির জন্য সাহায্যের হাত এবং অদ্ভুত এক প্রস্তাব দিয়েছে ব্রাজিলের একটি ক্লাব যারা কিনা নিজেদের সবচেয়ে বাজে ক্লাব হিসেবে দাবি করে।

ব্রাজিলের রেসিফে শহরের ইবিস স্পোর্ট ক্লাব টানা ৩ বছর এবং ১১ মাস জয়শূন্য থাকার রেকর্ড গড়েছে। অদ্ভুত এই রেকর্ডের জন্য তাদের নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও।

ডেইলি মেইল জানিয়েছে, ক্লাবটি নিজেদের অফিসিয়াল টুইটারে মেসির জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু এজন্য বেশ কিছু শর্ত দিয়েছে তারা। সেসব হচ্ছে:

১। জুলাই ১, ২০২১ থেকে শুরু হয়ে চুক্তির মেয়াদ হবে ১৫ বছরের।
২। ক্লাবের পারফরমেন্সের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে মেসির পারিশ্রমিক।
৩। চাইলেই মেসি বেশি বেশি গোল করতে পারবেন না।
৪। চাইলেই ভালো খেলে দলকে চ্যাম্পিয়ন করতে পারবেন না।
৫। ১০ নম্বর জার্সি পাবেন না মেসি। কারণ ক্লাব লেজেন্ড মাউরো শ্যাম্পুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জার্সিটি উঠিয়ে রাখা হয়েছে, যিনি বেশ কিছু বছর ক্লাবে খেলেও কোনোদিন কোনো গোল করতে পারেন নি।
৬। আয়নার সামনে দাঁড়িয়ে মেসিকে তিনবার বলতে হবে, ম্যারাডোনার চেয়ে ভালো খেলোয়াড় পেলে!

এর মাঝে সবচেয়ে কঠোর শর্তটি হচ্ছে, ক্লাবের হয়ে কখনোই চ্যাম্পিয়ন হওয়া যাবে না; চ্যাম্পিয়ন হলে তার চুক্তি বাতিল করা হবে!

Exit mobile version