Site icon Jamuna Television

সু চিকে ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার পরদিন সামরিক বাহিনীকে এ আহ্বান জানায় জাতিসংঘ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ অন্যান্য যাদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, মিয়ানমারে অব্যাহত সহিংসতা এবং নির্বিচারে গণগ্রেফতারসহ মানুষকে ভয় দেখানোর নানা কর্মকাণ্ড নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেই থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলছে।

Exit mobile version