Site icon Jamuna Television

পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের ওপরে ড্রোন, ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তানের ভারতীয় হাইকমিশনের ওপরে ড্রোন ওড়ানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পাকিস্তান।

টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, গত রোববার (২৭ জুন) জম্মুতে ভারতীয় বিমান সেনার অফিসে ড্রোন হামলার একদিন পর পাকিস্তানস্থ ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে ওই ড্রোনটি দৃষ্টিগোচর হয় ভারতীয় দূতাবাস কর্মীদের। ভারতের নিরাপত্তা কর্মকর্তারা ভারতের স্থাপনার ওপর ড্রোনের উপস্থিতিকে নজিরবিহীন ঘটনা বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এর আগে গত রোববার জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ড্রোন হামলা হয়। ভারতীয় বিমানবাহিনীর ওই ঘাঁটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪ কি.মি. দূরত্বে অবস্থিত। এ কারণে ভারত এ হামলায় পাকিস্তান জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছে। ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভারতের এ অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করে।

দীর্ঘদিন ধরে ভারতের অভিযোগ, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ড্রোন ব্যবহার করে কাশ্মীরে অস্ত্র পরিবহনের করছে। বিগত কয়েক মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে কয়েকটি পাকিস্তানী ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে।

Exit mobile version